Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে করোনায় মারা গেলেন আরও সাত বাংলাদেশি

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মারা গেলেন আরও সাতজন বাংলাদেশি। সবমিলিয়ে দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের প্রাণহানির সংখ্যা এখন ১২৯।

রোববার যারা মারা গেছেন, তাদের মধ্যে ছয়জন নিউইয়র্কের বাসিন্দা। বাকি একজন ভার্জিনিয়ার। মৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন তানজিদ রাশেদ নামের এক নারী। তার স্বামী বিপ্লব করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হলেও, এর আগে তার বাবাও ভাইরাসে সংক্রমিত হয়ে মারা যান।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে যেসব বাংলাদেশি মারা গেছেন, তাদের মধ্যে রয়েছেন দুই জ্যেষ্ঠ চিকিৎসকও।

বাংলাদেশ সোসাইটির হিসাব অনুসারে, করোনায় মারা যাওয়া প্রবাসীদের মধ্যে নিউইয়র্কের বাসিন্দাই শতাধিক; বাকিরা অন্যান্য রাজ্যের। এখনও অনেক বাংলাদেশি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Exit mobile version