Site icon Jamuna Television

চিকিৎসক করোনা আক্রান্ত, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তালা

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তালাবদ্ধ করে রাখা হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান গতকাল রোববার দুপুরে করোনায় আক্রান্ত হয়ে পড়লে তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয় এবং স্বাস্থ্য কমপ্লেক্স তালাবদ্ধ করে দেয়া হয়।

এ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ছাড়াও করোনায় আক্রান্ত আরো দুইজন চিকিৎসাধীন ছিলেন। একজনের বাড়ি কলাকান্দা ইউনিয়নের পূর্ব হানিরপার গ্রামে। অপরজন দুর্গাপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে। দুজনই নারায়ণগঞ্জ থেকে মতলব উত্তরে আসেন।

এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুসরাত জাহান মিথেন জানান, আমাদের আবাসিক মেডিকেল অফিসার অসুস্থ হয়ে পড়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মতে আমরা এ হাসপাতাল বন্ধ রাখছি। তবে বিশেষ কয়েকটি নাম্বার দেয়া আছে, সেই নাম্বারে যে কোনো রোগী ফোন কলের মাধ্যমে চিকিৎসা সেবা পেতে পারেন।

Exit mobile version