Site icon Jamuna Television

করোনার তহবিল গঠনে ডেট-এ যাচ্ছেন টেনিস তারকা বুশার্ড

করোনার জন্য তহবিল গঠন করতে এবার ডেটিং-এ যাচ্ছেন কানাডার টেনিস তারকা ইউজিনি বুশার্ড। ২৪১০ পাউন্ডের বিনিময়ে বব নামের এক ভক্তের সাথে ডেটিংয়ে যাবেন ২৬ বছর বয়সি এই গ্লামার গার্ল।

এই অর্থে খাবার দেয়া হবে কানাডার স্থানীয় এক হাসপাতাল স্টাফদের। লকডাউন পরিস্থিতিতে একজন বন্ধুর অভাব টের পাচ্ছেন কানাডিয়ান এই সুন্দরী। এনিয়ে টুইট করেন বুশার্ড। ইনস্টাগ্রামে লাইভে বিষয়টি তুলে ধরেন। পরে এক ভক্ত ৪০০ পাউন্ডের বিনিময়ে রাজি হন ডেটিংয়ে। তবে ২৪১০ পাউন্ড দাবি করেন বুশার্ড। বব নামের ঐ ভক্ত রাজিও হয়ে যান।

এর আগে আটালান্টা ফ্যালকনস-প্যাট্রিয়টসের ম্যাচ নিয়ে বাজিতে হেরে ভক্তের সাথে ডেট করেন বুশার্ড।

Exit mobile version