Site icon Jamuna Television

রাঙামাটিতে আইসোলশনে থাকা ব্যক্তির মৃত্যু

রাঙামাটিতে গতকাল জ্বর, সর্দি ও ঠাণ্ডা নিয়ে আইসোলশনে ভর্তি হওয়া এক ব্যক্তি রোববার দিবাগত রাত ২টার পর মারা গেছেন। তার বাড়ি শহরের রুপনগর এলাকায়।

জানা গেছে, গতকাল ওই ব্যক্তির জ্বর ঠাণ্ডা কাশি নিয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে গেলে চিকিৎসক তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করায়। রোববার রাত ২টার দিকে সেখানে মারা যায়।

স্থানীয়রা জানিয়েছে পুর্ব থেকে তার হাপানি রোগ ছিল।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: মোস্তফা কামাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার নমুনা সংগ্রহ করা হয়েছে, আজ রিপোর্ট এলে স্বাস্থ্য অধিদফতরের নিয়ম মাফিক তাকে দাফন করা হবে।

Exit mobile version