Site icon Jamuna Television

সরকারি চাল আত্মসাতের দায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জের সিংগাইরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজির) চাল আত্মসাৎ ও অবৈধ মজুদের অভিযোগে এক ডিলারকে গ্রেফতার করেছে পুলিশ। আবুবকর সিদ্দিক নামে ওই ডিলার ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতিও।

পুলিশ ও খাদ্য বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধল্লা ইউনিয়নের ওই ডিলারের গোডাউনে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লা। এসময় চলতি মাসের ৮৯ বস্তা চাল গোডাউনে পাওয়া যায়নি। একই সাথে কার্ডধারীদের মাঝে বিতরণ না করে গত মাসের ৪৪ বস্তা চাল গোপনে মজুদ রেখেছিলো ডিলার আবুবকর সিদ্দিক ওরফে বরকত। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।

এঘটনায় ধল্লা ইউনিয়নের ট্যাগ অফিসার মোঃ নাজিমুদ্দিন বাদি হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ জানায়, মামলাটি দুদকে স্থানান্তর করা হবে।

Exit mobile version