Site icon Jamuna Television

প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও আয় নিরাপত্তা নিশ্চিতের তাগিদ সিপিডির

করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন পরিস্থিতিতে প্রান্তিক জনগোষ্ঠীর খাদ্য ও আয় নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছে, সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। অনলাইন ব্রিফিং-এ সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন, এ সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দিয়েছেন।

সিপিডি বলছে, প্রান্তিক জনগোষ্ঠীর অনেকের কাছেই এখনও সহায়তা পৌঁছানো যায়নি। সরকার করোনা দুর্যোগ মোকাবেলায় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। যা ব্যাংক ব্যবস্থার মাধ্যমে কার্যকর হবে। সিপিডি, ব্যাংকিং খাতের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে।

গবেষক তৌফিকুল ইসলাম খান, ব্যাংকিং খাতে সংস্কার আনার আহ্বান জানান। বলেন, এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে, যাদের সাথে ব্যাংকের যোগাযোগ নেই। সেসব প্রতিষ্ঠানের ঘুরে দাঁড়াতে প্রণোদনা প্রয়োজন। সে বিষয়টি বিবেচনায় আনার তাগিদ দিয়েছে, সিপিডি।

সংস্থাটি বলছে, প্রণোদনার সর্বোত্তম ব্যবহার জন্যে একটি সমন্বিত নীতিমালা দরকার। অগ্রাধিকার নির্ধারণের পাশাপাশি সমন্বয়ও প্রয়োজন।

Exit mobile version