Site icon Jamuna Television

খাদ্য সহায়তা না পেয়ে যশোরে দরিদ্র-কর্মহীনদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, যশোর
খাদ্য সহায়তা না পেয়ে যশোরে বিক্ষোভ করেছে করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র নারী-পুরুষরা। আজ সকাল ১০টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় রাস্তা অবরোধ করে তারা এ বিক্ষোভ করে। এসময় তারা জীবন বাঁচাতে অবিলম্বে খাদ্য সহায়তার দাবি জানান। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা সহায়তার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। জেলা প্রশাসন জনপ্রতিনিধিদের মাধ্যমে এ খাদ্য সহায়তা প্রদান করলেও দরিদ্র মানুষের অভিযোগ সবার কাছে পৌঁছাচ্ছে না খাদ্য সহায়তা। একাধিকবার জনপ্রতিনিধিদের বাড়ি ও অফিসে গিয়েও খাদ্য সহায়তা পাচ্ছেন না অনেকে। খাদ্য সহায়তা না পাওয়া যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দারা আজ সকালে রেলগেট এলাকায় যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টা ধরে বিক্ষোভ চালালে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর তারা মাইকিং করে সকলকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন। এরপরও বিক্ষোভকারীরা পিছু না হটলে তালিকা করে খাদ্য সহায়তা পৌছে দেবার আশ্বাস দিয়ে সকলকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন। পরে সকলে সড়ক ছেড়ে ঘরে ফিরে যান।

Exit mobile version