Site icon Jamuna Television

এক নজরে গত ৭ দিনে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলছে। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। সে তুলনায় সুস্থ হওয়ার হার খুবই কম।

গত এক সপ্তাহে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮০ জন। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআর এ তথ্য জানায়।

তারা বলেন, ৭ এপ্রিল আক্রান্ত হয়েছেন ৪১ জন, ৮ এপ্রিল হয়েছেন ৫৪ জন, ৯ এপ্রিল হয়েছেন ১১২ জন, ১০ এপ্রিল ৯৪ জন, ১১ এপ্রিল ৫৮ জন, ১২ এপ্রিল ১৩৯ জন এবং ১৩ এপ্রিল রেকর্ড ১৮২ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮০৩ জন।

এদিকে আজ নতুন করে মারা গেছেন ৫ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ৩৪ জন। সুস্থ হয়েছেন নতুন করে তিনজন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৪২ জন।

Exit mobile version