Site icon Jamuna Television

করোনায় খেটে খাওয়া মানুষকে ২০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেবে বিসিবি

অসহায় ও দুস্থ মানুষের পাশে দাড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। করোনার প্রভাবে খেটে খাওয়া মানুষকে ২০ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দেবে বিসিবি।

বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণের এই কার্যক্রম আগামি এক মাস টানা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। তবে কবে থেকে শুরু হবে খাদ্য বিতরণ তা এখনো নিশ্চিত করেনি বোর্ড।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী খুব শিগগিরই বিলি করা শুরু হবে। এর আগে চুক্তির বাইরে থাকা প্রথম শ্রেণীর ক্রিকেটার ও নারী ক্রিকেটারদের পাশে দাড়িয়েছিল বিসিবি। এবার হুইলচেয়ার ক্রিকেট দলের সদস্যদেরও ১০ হাজার টাকা সহায়তা পেতে যাচ্ছেন।

Exit mobile version