Site icon Jamuna Television

টম হ্যাঙ্কস করোনা থেকে সুস্থ হয়ে কাজে ফিরেছেন

করোনার ভয়াল থাবায় স্তব্ধ বিশ্ব। সেই সাথে থমকে গেছে বিনোদনজগৎও।

তাই বলে কি বন্ধ থাকবে এনবিসি নেটওয়ার্কের জনপ্রিয় শো স্যাটারডে নাইট লাইভ (এসএনএল)?

উত্তর: না, তা হবে না।

১৯৭৫ সাল থেকে চলতে থাকা এই শোর ৪৫তম মৌসুম সাময়িকভাবে বন্ধ থাকলেও থাকছে বিশেষ পর্ব।

কেন বিশেষ?

কারণ, এই পর্বে উপস্থাপক হিসেবে দেখা যাবে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ও দুবার অস্কারজয়ী অভিনেতা টম হ্যাঙ্কসকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, অনুষ্ঠানটি সম্পূর্ণ ধারণ করা হয়েছে ঘরে বসেই।

এটিই এসএনএলের প্রথম কোয়ারেন্টিন ভার্সন। যদিও অনুষ্ঠানের শুরুতেই টম হ্যাঙ্কসের গলায় শুনতে পাওয়া যায়, ‘কমেডি করার জন্য এটি খুব অদ্ভুত একটা সময়।’ অবশ্য তারপরই তিনি বলেছেন, ‘তবে এমনিতেই জীবনের জন্য কমেডি গুরুত্বপূর্ণ। আর এ রকম সময়ে তো আরও বেশি দরকারি।’

অনুষ্ঠানে ভিডিও কলে ঘর থেকে অংশ নিয়েছেন এসএনএলের অন্য সদস্যরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোল্ডপ্লে ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা ও সংগীতশিল্পী ক্রিস মার্টিন।

সূত্র: দ্যা ইকোনোমিক টাইমস

Exit mobile version