বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দলকে ২৫ লক্ষ টাকার বীমার আওতায় নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
তবে বয়স ১৮’র কম হওয়ায় নওরোজ নাবিল এবং এস এম মেহরাবের বীমা ১০ লাখ টাকা। এতদিন কেবল কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং প্রথম শ্রেণীর ক্রিকেটাররা ছিলেন বিসিবির বীমা সুবিধার আওতায়। এবারই প্রথম বয়সভিত্তিক দলের ক্রিকেটারদের বীমা সুবিধার আওতায় আসলেন।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটারের প্রত্যেকের জীবন বীমা ৫০ লাখ টাকার। আর প্রথম শ্রেণীর ক্রিকেটারদের সমান ২৫ লাখ টাকার বিমার আওতায় আকবর শামিমরা।

