Site icon Jamuna Television

বিবাহবার্ষিকীতে শোয়েবকে অভিনব ছবি উপহার সানিয়ার

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা এবং পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের বিবাহবার্ষিকী ছিল রোববার। এ নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে ১০ বছর পথচলা অতিক্রম করলেন তারা।

রোববার শোয়েবকে এক অভিনব ছবি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন সানিয়া। নিজেদের বিয়ের দুটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে অদ্ভূত ক্যাপশন দিয়েছেন তিনি। আর তাতেই সোশ্যাল অ্যাক্টিভিস্টদের মন জিতে নিয়েছেন হায়দরাবাদি সুন্দরী।

সানিয়া লিখেছেন, শুভ বিবাহবার্ষিকী। বিয়ের এক দশক পার হলে যা হয়, তা হলো চাহিদা বনাম বাস্তবতা। প্রথম ছবিটিকে চাহিদা এবং শেষটিকে বাস্তবতা হিসেবে উল্লেখ করেছেন তিনি।

পরের ছবিটিতে শোয়েব-সানিয়া দম্পতির অভিব্যক্তি দেখার মতো। দুজনই মুখ হা করে কী যেন দেখছেন। সেই সঙ্গে অপলক দৃষ্টিতে চেয়ে আছেন। ভাবখানা এরকম, এমন কিছু ঘটবে জানাই ছিল না তাদের।

২০১০ সালের ১২ এপ্রিল হায়দরাবাদে বিয়ে করেন শোয়েব ও সানিয়া।

তথ্যসূত্র: এনডিটিভি

Exit mobile version