Site icon Jamuna Television

জার্মানিতে আক্রান্তের অর্ধেকই সুস্থ হয়ে উঠছেন

প্রাণঘাতি করোনাভাইরাসে জার্মানিতে যত মানুষ আক্রান্ত হচ্ছেন, তাদের অর্ধেকই সুস্থ হয়ে উঠেছেন বলে জানা গেছে।

সোমবার দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বিবিসি এ খবর জানিয়েছে। জার্মানিতে মৃত্যু হারও সবচেয়ে কম বলে দাবি করেছেন তারা।

খবরে বলা হয়, জার্মানিতে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৮৫৪ জন। ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৭ জন। এদের অর্ধেকই সুস্থ হয়ে গেছেন। মারা গেছে ৩ হাজার ২২ জন।

স্পেনে সুস্থ হওয়ার হার ৩৭ শতাংশ, ইতালিতে ২২ শতাংশ, ফ্রান্সে ২১ শতাংশ। যুক্তরাজ্যে এই হার ০.৩ শতাংশ।

করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছে। বর্তমানে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬০ হাজার ৩০০ জন এবং মারা গেছে ২২ হাজার ৪২১ জন।

এছাড়া ইতালিতে আক্রান্ত ১ লাখ ৫৬ হাজার ৩৬৩, মারা গেছে ১৯ হাজার ৮৯৯ জন। স্পেনে মোট আক্রান্ত ১ লাখ ৬৬ হাজার ৮৩১, মারা গেছে ১৭ হাজার ২০৯ জন।

Exit mobile version