Site icon Jamuna Television

চীনে নতুন করে করোনায় আক্রান্ত ১০৮, দ্বিতীয় দফায় সংক্রমণের শঙ্কা

চীনে নতুন করে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১০৮ জন। বিগত পাঁচ সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা এটি। তথ্যটি নিশ্চিত করেছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। তারা জানায়, আক্রান্তদের অধিকাংশই বিদেশ ফেরত। এ খবর দিয়েছে দ্য ডেইলি মেইল।

প্রতিবেদনে বলা হয়, চীনে নতুন আক্রান্তদের বেশিরভাগই প্রবেশ করছে দেশটির উত্তরাঞ্চলে রাশিয়ার সঙ্গে সীমান্ত দিয়ে। সীমান্তবর্তী শহর সুইফেনহেতে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পরপরই অবশ্য রশিয়ার সঙ্গে সকল ক্রসিং-পয়েন্ট বন্ধ করে দিয়েছে চীন।
বর্তমানে চীনে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮২ হাজার ২১৩ জন ছাড়িয়েছে। মারা গেছেন ৩ হাজার ৩৪১ জন।

Exit mobile version