Site icon Jamuna Television

নিউইয়র্কে করোনায় মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। মোট মৃত্যুর ৪৪ শতাংশই নিউইয়র্কের বাসিন্দা। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক জরিপ সংস্থা জনস হপকিংস ইউনিভার্সিটি এ তথ্য জানিয়েছে।

জরিপ বলছে, সোমবার রাত পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬০ হাজার ৮৯১ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কেই আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ২৮৮। যা ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে সর্বাধিক।

মৃতের সংখ্যায়ও নিউইয়র্কের অবস্থান শীর্ষে। নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৫৫ জন। সোমবার রাত পর্যন্ত করোনায় রাজ্যটিতে প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৫৬ জন। সব মিলিয়ে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা ২২ হাজার ৯২৬ জন।

Exit mobile version