Site icon Jamuna Television

কেঁপে উঠলো সিলেট, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা

বাংলা নববর্ষ ১৪২৭ এর সূর্য ওঠার ঘণ্টাখানেক আগে ভয়ংকরভাবে কেঁপে উঠলো সিলেট ও এর আশেপাশের অঞ্চল।

সোমবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। তাৎক্ষণিক ভূমিকম্পের উৎপত্তিস্থল এবং রিখটার স্কেলের মাত্রা জানা যায়নি। এছাড়া কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবরও পাওয়া যায়নি।

জানা গেছে, রাত পৌনে ৪টার দিকে ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠে। ঘুমের ঘোরে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। এ সময় অনেকেই দ্রুত বেরিয়ে আসেন রাস্তায়।

এলাকিবাসী জানিয়েছে, সাধারণত ভূমিকম্প হলে ফ্যান, ঝুলন্ত বাতি বা ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে। কিন্তু এই ভূমিকম্পে মনে হলো ঘরবাড়ির নিচ থেকে মাটি সড়ে যাচ্ছে।

ভূমিকম্পের পরপরই সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে আতঙ্কিত না হতে পরামর্শ জানাচ্ছিলেন সিলেটের বাসিন্দারা।

Exit mobile version