Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে আরও ৬ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে আরও চারজন প্রবাসী বাংলাদেশির মৃত্যু। ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে একদিনে প্রাণ হারালেন আরও ৬ প্রবাসী বাংলাদেশি। এতে করে প্রবাসীর মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩৭ জনে। সবশেষ প্রাণ হারানো ছয়জনই নিউইয়র্কের বাসিন্দা। এদের মধ্যে দু’জন নারী রয়েছেন।

পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন লং আইল্যান্ড এবং এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সবাই। নিহত প্রবাসী বাংলাদেশিদের সবার বয়সই ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। তারা প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগছিলেন।

এখন পর্যন্ত, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যুবরণ করা প্রবাসীদের মধ্যে ১২৬ জনই নিউইয়র্কের বাসিন্দা। মার্কিন এ রাজ্যটিকে হটস্পট হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখনও অনেক বাংলাদেশি সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Exit mobile version