Site icon Jamuna Television

পেরুতে ২১৭ পুলিশ সদস্য করোনা আক্রান্ত

লাতিন আমেরিকার দেশ পেরুতে করোনাভাইরাসে আক্রান্ত হলেন, জনসেবায় নিয়োজিত ২১৭ পুলিশ সদস্য।

সোমবার দেশটির স্বাস্থ্য বিভাগ নিশ্চিত করেছে এ ভয়াবহ তথ্য। এদের মধ্যে, ৫৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ৯ জনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায়, রাখা হয়েছে আইসিইউ’তে।

সরকারি হিসাব অনুসারে, দেশটিতে বর্তমানে কর্মরত রয়েছেন দু’লাখের মতো পুলিশ। যাদের মধ্যে ৯ হাজার ১৩৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, আগামী ১০ দিনের মধ্যে ফ্রন্টলাইনে কর্মরত আরও ৩০ হাজার পুলিশ সদস্যকে পরীক্ষা করানো হবে। দেশটিতে করোনাভাইরাসে মারা গেছেন ১৮১ জন; আক্রান্ত ৬ হাজার ৮৪৮ জন।

Exit mobile version