Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় মানুষকে ঘরে রাখছে ‘ভুত’

করোনা সংকটে সামাজিক দূরত্ব বজায় রাখতে ইন্দোনেশিয়ার একটি গ্রামে ‘ভুত’ এর সাহায্য নেয়া হয়েছে। অদ্ভুত উপায়ে একদল স্বেচ্ছাসেবী ভুতের মতো সেজে টহল দিচ্ছে জাভা দ্বীপের কেপু গ্রামে।

দেশটির রুপকথায় বর্ণনা আছে, মৃত মানুষের আত্মা ভুত হয়ে ঘুরে বেড়ায়। সেই ভুত সেজে রাতে হেঁটে বেড়িয়ে মানুষকে ঘরে রাখার কাজ করছে একদল স্বেচ্ছাসেবী।

এদিকে করোনাভাইরাসে ইন্দোনেশিয়ায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৫০০ জন এবং মৃত্যুবরণ করেছে ৪০০ জনের মতো। তবে বিশেষজ্ঞরা বলছে দেশটিতে আসল সংখ্যা আরও অনেক বেশি হবে। -বিবিসি, ছবি- রয়টার।

Exit mobile version