Site icon Jamuna Television

৩ মে পর্যন্ত বাড়লো ভারতের লকডাউন

ভারতে করোনাভাইরাস মোকাবেলায় ৩ মে পর্যন্ত বাড়ানো হলো লকডাউন। টানা ২১ দিনের অবরুদ্ধ পরিস্থিতি সমাপ্তির দিনে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দিয়েছেন। এর ফলে দ্বিতীয় দফায় আরও ১৯ দিন অবরুদ্ধ থাকবেন ১৩০ কোটি ভারতীয়।

মোদি বলেন, অর্থনীতি এবং দরিদ্র ভারতীয়দের কথা মাথায় রেখেই ২০ এপ্রিল থেকে শিথিল হবে বিভিন্ন নিষেধাজ্ঞা। তিনি জানান, প্রাণঘাতী মহামারিটি মোকাবেলায় প্রত্যেক ভারতীয় ঘরে থেকে অবদান রাখতে পারেন।

ভিডিও বার্তায়, করোনা মোকাবেলায় বারবারই সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।

এর আগে শনিবার, ভিডিও কনফারেন্সে ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রী লকডাউনের সময়সীমা বৃদ্ধির প্রস্তাব দেন, যাতে ছিলো প্রধানমন্ত্রীর সম্মতি।

দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণ ছড়ালো ১০ হাজারের কোঠায়; মৃত্যুবরণ করেছেন ৩৩৯ জন।

Exit mobile version