Site icon Jamuna Television

২৩ এপ্রিল সরকারের কাছে করোনা শনাক্তের কিট হস্তান্তর করবে গণস্বাস্থ্যকেন্দ্র

করোনা শনাক্তে নমুনা পরীক্ষার কিট উৎপাদন শুরু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। ২৩ এপ্রিল সরকারি বিভিন্ন হাসপাতাল ও সংস্থার কাছে এ সব হস্তান্তর করা হবে এমনটি জানিয়েছেন গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

১১ এপ্রিল নমুনা কিটগুলো হস্তান্তরের কথা ছিল। কিন্তু উৎপাদন যন্ত্রের ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। উৎপাদনযন্ত্রের ত্রুটি মেরামত করার পর পুরোদমে কাজ চলছে। বর্তমানে হাতে থাকা কাঁচামাল দিয়ে ১০ হাজারের মতো কিট উৎপাদন করা যাবে বলে জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

উল্লেখ্য, সন্দেহজনক ব্যক্তির রক্তের নমুনা থেকে করোনাভাইরাস পরীক্ষার কিট উদ্ভাবন করেন গণবিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিজন কুমার শীল। ২০০ টাকার মতো খরচ হবে একেকটি কিট উৎপাদনে।

Exit mobile version