Site icon Jamuna Television

১১ মে পর্যন্ত লকডাউন বাড়াল ফ্রান্স

ফ্রান্সে করোনাভাইরাসের পরিস্থিতি আরও উন্নতি না হওয়া পর্যন্ত লকডাউন তুলে না নিয়ে আরও সময় বাড়ালো। লকডাউনের মেয়াদ ১১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সোমবার স্থানীয় সময় রাত ৮টায় জাতির উদ্দেশ্য দেয়া এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন।

গত ১৭ মার্চ ফ্রান্সে প্রথম ১৫ দিনের লকডাউন ঘোষণা করা হয়। এরপর আবার ১৫ এপ্রিল পর্যন্ত তা বাড়ানো হয়। এ নিয়ে তৃতীয়বারের মতো বাড়লো এ লকডাউনের মেয়াদ।

ইমানুয়েল ম্যাক্রন বলেন, ১১ মে এর মধ্যে ফ্রান্স তাদের দেশে করোনার লক্ষণ রয়েছে এমন সবাইকে পরীক্ষা করাতে পারবে। এরপর স্কুল, কলেজ, গির্জা আস্তে আস্তে খুলতে শুরু করবে। তবে রেস্টুরেন্ট, হোটেল, ক্যাফে, সিনেমাহল খোলা হবে আরও পরে।

এখন পর্যন্ত ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে মোট ১ লাখ ৩৬ হাজার ৭৭৯ জন এবং মারা গেছে ১৪ হাজার ৯৬৭ জন।

Exit mobile version