Site icon Jamuna Television

করোনা আতঙ্কে সন্তানের নাম রাখলো ‘স্যানিটাইজার’!

প্রতীকী ছবি

বিশ্ব জুড়ে করোনা আতঙ্কে অনেক বাচ্চাদের নাম ‘করোনা’, ‘কোভিড’ রাখা হয়েছে। তবে এবার এক নব জাতকের নাম রাখা হয়েছে ‘স্যানিটাইজার’। ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে জন্ম নেয়া এক বাচ্চার এ নাম রাখা হয়। দি ওয়াল।

জানা যায়, গত রবিবার সাহারানপুরের বিজয় বিহারের বাসিন্দা মণিকা সিং এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। ছেলের জন্মের পরই মণিকার স্বামী ওমবীর সিং ঘোষণা করেন সন্তানের নাম রাখবেন ‘স্যানিটাইজার’। তাঁর কথায়, “সারা দেশে ত্রাস ছড়িয়েছে করোনা। এর থেকে বাঁচার উপায় খুঁজতে গেলে সবার প্রথমে আসে স্যানিটাইজারের নাম। এই স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার রাখলেই ভাইরাসের হাত থেকে নিস্তার পাওয়া যাবে। তাই এমন গুরুত্বপূর্ণ জিনিসের নামের ছেলের নামকরণ করেছি।“

এদিকে ছেলের নাম ঘোষণা করতেই হেসে ওঠেন হাসপাতালের সকল নার্স এবং ডাক্তাররা। পরবর্তী কালে ছেলের নাম বদল করবেন নাকি এই নামই থাকবে সে ব্যাপারে অবশ্য এখনও কিছু মনস্থির করেনি সিং পরিবার।

Exit mobile version