Site icon Jamuna Television

মানবিক পুলিশ, জনতার পুলিশে রূপান্তর করাই মূল লক্ষ্য ছিল: জাবেদ পাটোয়ারি

পুলিশের ইমেজ বৃদ্ধি করতে হলে নিয়োগ, পদায়ন ও পদোন্নতিকে ঠিক করতে হবে; দায়িত্ব পালনের দুই বছরে এসব গ্রহণযোগ্য করতে সক্ষম বলে দাবি করেছেন পুলিশের বিদায়ী মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারি।

মঙ্গলবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি। তিনি বলেন, পুলিশে নিয়োগ প্রতিক্রিয়া স্বচ্ছ করা হয়েছে। দুই বছরে জঙ্গি দমন ও মাদক নির্মূলে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। পুলিশ এখন যুদ্ধ করছে করোনার বিরুদ্ধে। এই যুদ্ধে নেই কোন ট্রেনিং। পুলিশ সদস্যরাই অনেক জায়গায় জানাজা পড়ছে, কবর খুঁড়ছে এবং দাফনের কাজও সম্পন্ন করছে।

জাবেদ পাটোয়ারি বলেন, হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য পুলিশ স্থানীয় জনপ্রতিধিদের নিয়ে কাজ করছে। মানবিক পুলিশ, জনতার পুলিশে রূপান্তর করাই তার মূল লক্ষ্য ছিল বলে জানান তিনি।

জঙ্গিদমন, মাদক ও সন্ত্রাস দমনে পুলিশকে ইতিবাচকভাবে তুলে ধরায় গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জাবেদ পাটোয়ারি।

Exit mobile version