Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় নারী চিকিৎসক করোনায় আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় এবার এক নারী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ওই চিকিৎসকের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট আসে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে। এই নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্তের সংখ্যা ১০ জনের দাঁড়িয়েছে। আক্রান্ত ওই চিকিৎসক জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার। বর্তমানে আক্রান্ত ওই চিকিৎসক ময়মনসিংহে তার এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ওই চিকিৎসকের নমুনা সংগ্রহ করার পর তিনি ময়মনসিংহে চলে গেছেন। মঙ্গলবার দুপুরে তার রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। তিনি কীভাবে আক্রান্ত হলেন সেটি বলা যাচ্ছে না। তাকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

Exit mobile version