Site icon Jamuna Television

সেন্টমার্টিনে শ্বাসকষ্ট ও বুকব্যথা নিয়ে জেলের মৃত্যু, বাড়ি লকডাউন

কক্সবাজারের সেন্টমার্টিনে মোহাম্মদ সেলিম (৪৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে দ্বীপের হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার পথে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

তবে গত তিন দিন ধরে ওই জেলে শ্বাসকষ্ট ও বুকব্যথা অনুভব করছিলেন। এই নিয়ে দ্বীপের বাসিন্দাদের মধ্যে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়ে। মৃত ব্যাক্তি সেন্টমার্টিন পশ্চিম পাড়ার বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, ওই ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ছিল কি-না তা নিশ্চিত নই। তবে তার দাফন প্রক্রিয়া সম্পুর্ণ করোনা রোগীর ন্যায় সম্পন্ন করা হয়েছে এবং দাফন কার্যক্রমে অংশ নেওয়া লোকজন এবং মৃত ব্যাক্তির পরিবারসহ আশপাশের বাড়িগুলো লকডাউন করা হবে। পরববর্তীতে তাদের নমুনা সংগ্রহ করে, করোনা পরীক্ষার কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ওই জেলে মাদক সেবনের কারণে আগে থেকে অসুস্থ ছিল। তার কোন করোনা লক্ষণ ছিল না। তাছাড়া তার দ্বীপের বাইরে যাওয়ার অথবা বাহিরের কারো সান্নিধ্যে যাওয়ার ইতিহাস পাওয়া যায় নি।

Exit mobile version