করোনাভাইরাসের কারণে নববর্ষের আনন্দ এবার মাটি হয়ে গেছে। রমনা বটমূল-চারুকলা কোথাও ছিল না নতুনকে বরণ করে নেয়ার আবাহন। বিষণ্নতায় ভরা পয়লা বৈশাখে করোনা যুদ্ধ জয় করার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন।
নববর্ষ উপলক্ষে ভেরিফাইড ফেইসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে রুবেল লিখেছেন- ‘বিষণ্ন বৈশাখ। এই যুদ্ধ জয় করে নিশ্চয়ই পৌঁছাব ১৪২৭-এ। সবাই মিলে একসঙ্গে মেতে উঠব আনন্দে, কোলাহলে। এ অন্ধকার কেটে যাবে আলোকিত হবে সারা পৃথিবী। সেদিনের অপেক্ষায় রইলাম। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’
মহামারি করোনাভাইরাস এই বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত প্রায় ২০ লাখ মানুষ। মারা গেছেন ১ লাখ ২০ হাজারের বেশি। বাংলাদেশেও মঙ্গলবার পর্যন্ত দেশে করোনা শনাক্তের সংখ্যা ১০১২ জন, মৃতের সংখ্যা ৪৬। রুবেলের মতোই এমন বিষণ্ন বৈশাখ প্রত্যাশা করেনি কেউ-ই।

