Site icon Jamuna Television

করোনা সংক্রমণ ঠেকাতে খালেদা জিয়ার বাসভবনে জীবাণুনাশক স্প্রে

সদ্য কারামুক্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় জীবানুনাশক স্প্রে করা হয়েছে।

মঙ্গলবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে এ স্প্রে করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেডআরএফের সদস্য কৃষিবিদ সানোয়ার আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. তরিকুল ইসলাম।

গত ২৫ মার্চ কারাগার থেকে মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের ওই বাসভবনে অবস্থান করছেন খালেদা জিয়া। করোনাভাইরাসের কারণে ওই বাড়িতে আপাতত দলীয় নেতাকর্মীরা কেউ যেতে পারছেন না। শুধুমাত্র তার ভাই-বোন ও ব্যক্তিগত চিকিৎসকরা সেখানে যাচ্ছেন।

Exit mobile version