Site icon Jamuna Television

ফেসবুকে মাশরাফীর আবেগঘন স্ট্যাটাস

আইসিসি ট্রফি জয়ের ২৩ বছর পূর্ণ হলো আজ। দেশের ক্রিকেটের বাক বদলে দিয়েছিলো আইসিসির ট্রফি জয়। ২২ বছর আগের যে অর্জনের জন্য দুনিয়ার বুকে বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

১৯৯৭ সালে মালয়েশিয়ায় আইসিসির ফাইনালে কেনিয়াকে হারিয়ে দুই উইকেটে শিরোপা জিতেছিলো লাল-সবুজের দল। এই জয়ের নেতৃত্ব দিয়েছিলেন আকরাম খান।

সোমবার (১৩ এপ্রিল) ছিল বাংলাদেশ ক্রিকেটের সেই মাহেন্দ্রক্ষণের বার্ষিকী। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসেন আকরাম-নান্নু-বুলবুলরা। শুভেচ্ছা জানাতে ভোলেননি বাংলাদেশ ক্রিকেট দলের সদ্য সাবেক হওয়া সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

২৩ বছর আগে কুয়ালালামপুরের কিলাব মাঠে আইসিসি ট্রফি জয়ের খেলোয়াড়দের উল্লাসের ছবি দিয়ে ফেসবুকে শেয়ার দিয়েছন মাশরাফি। নিচে লিখেছেন, ‘হাজার মাইলের যাত্রা শুরু হয় একক কোনো পদক্ষেপ নিয়ে, কি বড় একটা পদক্ষেপ ছিলো সেটি! ১৩ এপ্রিল ১৯৯৭।’

নড়াইল এক্সপ্রেস আরও লিখেছেন, ‘ইতিহাসের শুরু আপনাদের হাত ধরে।’

Exit mobile version