Site icon Jamuna Television

লকডাউনেও মুভি নিয়ে কাজ করছেন সালমান

গৃহবন্দী ভারতবাসী, সেই সাথে তারকারাও। তবে এই বন্দিদশায় তারকারা কিভাবে তাদের সময় অতিবাহিত করছেন। কেউ রান্না করছেন তো কেউ চুল কাটছেন, আবার কেউ নাচের মাধ্যমে ওয়ার্কআউট করছেন।

জানতে ইচ্ছে করতে পারে, সালমান খান কীভাবে এখন সময় কাটাচ্ছেন?

এই বলিউড তারকা মোটেও ছুটির আমেজে নেই। তিনি রীতিমত ছবিসংক্রান্ত নানান কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন।

লকডাউনের সময়ে সালমান ছিলো তার পানভেলের ফার্ম হাউসে। মুম্বাই থেকে অনেকটাই দূরে তাঁর এই ফার্ম হাউস। তবে ছুটি কাটাতে নয়। গিয়েছে তার আগামী ছবি ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর ক্লাইমেক্স দৃশ্যের কাজের জন্য। বাকি শুটিং কিভাবে করবে তার জন্য। শুধু এটুকু বাদে ছবিটির বাকি অংশের শুটিং হয়ে গেছে। লকডাউন শেষ হলেই ছবির অবশিষ্ট অংশের শুটিং শেষ করবেন ভাইজান।

এর ফাঁকে সালমান নতুন নতুন ছবির চিত্রনাট্য পড়ার কাজেও নিজেকে ব্যস্ত রেখেছেন। এর মধ্যে তাঁর জনপ্রিয় ‘টাইগার’ সিরিজের তৃতীয় ছবির পাণ্ডুলিপি আছে বলেও জানা গেছে। এভাবে সালমান নিজেকে নানান কাজের মধ্যে ডুবিয়ে রেখেছেন।

Exit mobile version