Site icon Jamuna Television

কোহলির ব্যর্থতায় ভক্তের আত্মহত্যা

হানিমুনের পর ২২ গজের উইকেটে প্রথম ইনিংস। নেমেই পা হড়কালেন ভিরাট। অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে কট বিহাইন্ড। সাজঘরে ফিরলেন মাত্রা ৫ রান করে। প্রিয় তারকার এভাবে ফিরে যাওয়াকে কোনভাবেই মেনে নিতে পারেননি মধ্যপ্রদেশের বাবুলাল ভৈরব।

৬৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত এই রেলকর্মী গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। হাসপাতালের বিছানায় তিনি গণমাধ্যমকর্মীদের জানান, কোহলির পরিণতি দেখে তিনি চরম হতাশ হয়ে পড়েন। হাতের কাছে কেরোসিনের বোতল পেয়ে মাথায় ঢেলে দেন, আগুন জালিয়ে দেন গোটা শরীরে।

তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় তার পরিবারের সদস্যরা। প্রায় ৪৮ ঘন্টা ধরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন বাবুলাল।  সোমবার টেস্টের চতুর্থ দিনে ২০৮ রান তাড়া করতে গিয়ে ৭২ রানে হেরে যায় ভারত। কোহলি বাহিনীর পরাজয়ের পরদিন ভোরেই পৃথিবী থেকে বিদায় নেন অভিমানী বাবুলাল।

Exit mobile version