Site icon Jamuna Television

করোনাজয়ী ‘গেম অব থ্রোনস’ তারকা ক্রিস্টোফার

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ব্লকবাস্টার টিভি সিরিজ ‘গেম অব থ্রোনস’ তারকা ক্রিস্টোফার হিবজু এখন সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। এ সিরিজে তিনি টরমুন্ড জায়ান্টসবেনের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের স্বাস্থ্যের আপডেট জানিয়েছেন ক্রিস্টোফার হিবজু নিজেই। ক্রিস্টোফারের সন্দেহ, স্ত্রী গ্রি ও করোনায় আক্রান্ত হয়েছিলেন। যাই হোক, অবশেষে তাঁরা এখন করোনার সব লক্ষণ থেকে মুক্ত।

ইনস্টাগ্রামে ক্রিস্টোফার দুজনের সেলফি শেয়ার করে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘হাই! আমি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এখন সম্পূর্ণ সুস্থ। যথা সম্ভব আমার স্ত্রী গ্রি মোলভার হিবজুও আক্রান্ত হয়েছিল। কয়েক সপ্তাহ কোয়ারেন্টাইনে ও ঘরে থাকার পর সব ধরনের উপসর্গ থেকে এখন মুক্ত। অবশেষে আমরা নিরাপদ ও ভালো আছি।’

এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ থেকে নিরাপদে থাকতেও পরামর্শ দিয়েছেন ক্রিস্টোফার। বলেছেন, সবাই যেন সামাজিক দূরত্ব বজায় রাখে, নিয়মিত হাত ধোয়। এই অদ্ভুত সময়ে একে-অপরের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এ অভিনেতা।

Exit mobile version