Site icon Jamuna Television

বেতনের দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বাড্ডায় হোসেন মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকশত গার্মেন্টস শ্রমিক। ঘন্টাখানেক রাস্তা অবরোধ করে সেখানে আবস্থান করেন তারা।

আজ সকালে ঘন্টাখানকে যাবৎ সামস্ এন্ড রিজিয়া ফ্যাশন লি: শ্রমিকরা এই বিক্ষোভ করে। এসময় তারা রাস্তায় নেমে অবরোধ করে। মালিকপক্ষ থেকে ২০ তারিখের মাঝে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়া হলেও শ্রমিকরা তা মানতে অস্বীকৃতি জানায়।

পরে জনপ্রতিনিধি ও পুলিশের হস্তক্ষেপের পর তারা রাস্তা ছেড়ে তাদের প্রতিষ্ঠানের সামনে অবস্থান নেয়। আজকের মধ্যেই বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানান তারা।

Exit mobile version