Site icon Jamuna Television

ঢাকার যেসব এলাকায় প্রতিদিন করোনা সংক্রমণ বাড়ছে

১৪ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্য অধদিপ্তররে ব্রিফিং অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২ জন। এরমধ্যে সবচেয়ে বেশী আক্রান্ত ঢাকায় ৪৫৬ জন।

মূলত পুরান ঢাকায় করোনাভাইরাস সংক্রমণ বাড়ছে প্রতিনিয়ত। ১৪ই এপ্রিলের তথ্য অনুযায়ী রাজারবাগ ৬, ওয়ারিতে ২৫ জন, লালবাগে ১৮ জন, যাত্রাবাড়িতে ১৯ জন, বাবুবাজারে ১১ জন গেন্ডারিয়ায় ১২জন, সূত্রাপুর ৬, লক্ষ্মীবাজার ২, সোয়ারিঘাট ৩ শনাক্ত হয়েছেন।

বংশালে ৭ জন শনাক্ত হয়েছে। চকবাজারে শনাক্ত হয়েছেন ছয় জন। সুত্রাপুরেও ছয় জন শনাক্ত হয়েছেন।

এর বাইরে যেসব এলাকায় সংক্রমণ বেশি-

টোলারবাগ ১৯ জন
মোহাম্মদপুরে ১৭ জন
তেজগাঁও ১৫ জন
বাসাবো ১৪ জন
বনানী ৮ জন
গ্রীনরোড ১০ জন
মহাখলীতে ৯ জন
গুলশানে ৬ জন
মিরপুর ১১ ও ১২ তে মোট ২১ জন
মগবাজারে ১০ জন।

এখন পর্যন্ত মোট ৪১ জেলায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ঢাকার পরই নারায়ণগঞ্জ জেলায় আক্রান্ত ১৬৪ জন। ঢাকা শহররের পাশের জেলা গাজীপুরে আছে ৫৩ জন। এছাড়া নরসিংদীতে ২৮ জন ও মুন্সিগঞ্জে ২১ জন।

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা চট্টগ্রামেও আছে ২০ জন আক্রান্ত। এ অবস্থাতেও অনেকেই মানছে না সরকারের নির্দেশনা। ঝুঁকি বাড়ছে সবার।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, এসময় সবচেয়ে জরুরি মানুষকে ঘরে রাখা। আর তা না হলে, বাড়তে পারে আক্রান্তের সংখ্যা।

Exit mobile version