Site icon Jamuna Television

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

লগডাউন উপেক্ষা করে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। মহানগরের টঙ্গী, ভোগড়া, শরীফপুর, বোর্ড বাজার, লক্ষীপুরা তিনসড়ক এবং সালনা এবং ছয়দানা, শ্রীপুরের টেপিরবাড়ী এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।

ঘটনাস্থলে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করে।

শ্রমিকদের অভিযোগ, মহামারি করোনা আতঙ্ক নিয়েও কাজ করে বেতন না দিলে বাঁচবো কিভাবে। খাবো কি?

Exit mobile version