Site icon Jamuna Television

পটুয়াখালীতে ট্রলারভ‌র্তি ১৪০০ বস্তা সরকারি চালসহ দুইজন আটক

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি

ব‌রিশা‌লের হিজলা থে‌কে পাচা‌রের সময় পটুয়াখালীর বগা বন্দর এলাকায় ট্রলারভ‌র্তি ১৪০০ বস্তা সরকারি চালসহ দুইজন‌কে আটক ক‌রেছে বাউফল থানা পু‌লিশ।‌ আটককৃতরা হ‌লেন চাল ব্যবসায়ী শাহজাহান ও ট্রলার মা‌লিক কাম মা‌ঝি জয়নাল।

আটককৃত ব্যবসায়ী শাহজাহান বাউফল উপ‌জেলার বানরজর এলাকা নিবা‌সি এবং ট্রলার মা‌লিক জয়নাল ব‌রিশা‌লের মে‌হে‌ন্দিগ‌ঞ্জের বদরপু‌রের আ‌নোয়ার হো‌সে‌নের ছে‌লে।

পটুয়াখালীর অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার শেখ বিল্লাল হো‌সেন জানান, ‌গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে বাউফল থানা পু‌লিশ আ‌গে থে‌কে চোখ রাখে বগা সংলগ্ন বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে। ভোররা‌তের দি‌কে চালবোঝাই একটা ট্রলার বগাবন্দ‌রের পা‌শে খা‌লের ম‌ধ্য থে‌কে আটক করা হয়। প‌রে সেখা‌নে দেখা যায় যে, “শেখ হা‌সিনার বাংলা‌দেশ ক্ষুধা হ‌বে নিরু‌দ্দেশ” লেখা ১৪০০ বস্তা সরকারি চাল। এসময় দুইজন‌কে আটক করা হয়।

আটককৃতরা পু‌লিশ‌কে জানায় যে, মে‌হে‌ন্দিগ‌ঞ্জের ক‌য়েকজন জনপ্র‌তি‌নি‌ধি‌দের কাছ থে‌কে চালগু‌লো ক্রয় ক‌রে বাউফলের উ‌দ্দে‌শে নি‌য়ে আস‌ছিল।

পু‌লিশ সুপার জানান, এ ঘটনার পেছ‌নে যারা যারা জ‌ড়িত তাদের প্র‌ত্যেক‌কে খু‌ঁজে বের ক‌রে আই‌নের আওতায় আনা হ‌বে।

Exit mobile version