Site icon Jamuna Television

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ট্রাম্পের ফান্ড না দেয়ার সিদ্ধান্ত বিপদজনক: বিল গেটস

বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ফান্ড না দেয়ার ট্রাম্পের সিদ্ধান্তকে বিপদজনক বলেছেন বিল গেটস। তিনি আজ এক টুইট বার্তায় এ কথা জানান।

বিল গেটস লেখেন, এমন সংকটে ফান্ড দেয়া বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত ভয়াবহ। ভাইরাসের বিপক্ষে লড়তে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়া এমন কোন সংগঠন নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এই মুহূর্তে বিশ্বকে দরকার।

এরআগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জন্য যুক্তরাষ্ট্রের অর্থায়ন স্থগিত করার জন্য নির্দেশনা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি চীনের পক্ষপাতমূলক আচরণ করা ও সত্য ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগ তোলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট সদস্য সংখ্যা ১৯৪টি। এখানে দুটো সহযোগী দেশও আছে। মূলত তাদের ফান্ডেই চলে সংস্থাটি।

যুক্তরাষ্ট্র মোট ফান্ডের ২২ শতাংশ দিয়ে থাকে। যুক্তরাষ্ট্র ছাড়া,বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, যুক্তরাজ্য ও জার্মানি ফান্ড দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে।

Exit mobile version