Site icon Jamuna Television

ঘর বাঁচাতে সমঝোতা বৈঠকে যাবেন অপু বিশ্বাস

সাকিব না গেলেও ঘর বাঁচাতে ডিএনসিসি পারিবারিক আদালতের সমঝোতা বৈঠকে যাবেন অপু বিশ্বাস। বৈঠকটি আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বার বার ফোন করে অপু বিশ্বাসকে না পাওয়া গেলেও তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি সংসার বাঁচাতে চান। এজন্য সাকিব না গেলেও তিনি যাবেন সমঝোতা বৈঠকে।

অপু-সাকিবের বিবাহি বিচ্ছেদ সংক্রান্ত বিষয়টি নিষ্পত্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) গত ২৪ ডিসেম্বর তাদের নিকট শুনানিতে উপস্থিত থাকতে নোটিস পাঠায়।

নোটিসে জানানো হয়, আগামী ১৫ জানুয়ারি বিচ্ছেদ বিষয়ক শুনানি ডিএনসিসির অঞ্চল-৩ এর কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এদিকে শ্যুটিংয়ের জন্য পুরো মাস ব্যস্ত থাকবেন সাকিব খান। উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’র সিনেমার শ্যুটিংয়ে সাকিব খান এখন ব্যাংককে আছেন। এ ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন বুবলী। এরপর একই পরিচালকের ‘আমি নেতা হবো’ সিনেমার শ্যুটিংও ব্যাংকক করা হবে। এতে সাকিব খানে সঙ্গে অভিনয় করছেন বিদ্যা সিনহা মীম।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version