Site icon Jamuna Television

গত ২৪ ঘণ্টায় ২১৯ করোনা রোগী শনাক্ত, মৃত্যু আরও ৪ জনের

দেশে নতুন করে আরও ২১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৫০ জন। মোট আক্রান্ত হয়েছেন ১২৩১ জন। গত ২৪ ঘণ্টায় ১৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল মঙ্গলবার দেশে ২০৯ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্ত হয়ে মারা যায় ৭ জন।

পরিসংখ্যানে দেখা গেছে ঢাকা শহরে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

Exit mobile version