Site icon Jamuna Television

সুস্থ হয়েছেন আরও ৭ জন

করোনায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৯ জন। মৃত্যু হয়েছে আরো ৪ জনের। গত ২৪ ঘণ্টায় ১৭৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্ত ছিলেন এমন ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪৯ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এসময় তিনি বলেন, সংক্রমণের সংখ্যা বাড়ছে। সবাইকে নির্দেশনা মেনে চলতে হবে। ঘরে থাকতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবে না। প্রয়োজনে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে।

মন্ত্রী আরো বলেন, আমাদের লকডাউন আরো বেশি করে কার্যকর করতে হবে।

Exit mobile version