Site icon Jamuna Television

ডা. মঈনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক; ‘জাতি এ ত্যাগ মনে রাখবে’

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সিলেট মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন ডা. মঈন উদ্দিনের পরিবারের দায়-দায়িত্ব সরকার নেবে। সরকার ঘোষিত বিমাসহ অন্যান্যা সুবিধা দ্রুতই তার পরিবার পাবে বলেও আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধববার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক শোকবার্তায় বলা হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মঈন উদ্দিন- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শোকবার্তায় শেখ হাসিনা বলেন, ‘এই মহৎপ্রাণ চিকিৎসক নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে গেছেন। দেশ ও জাতি তাঁর এই ত্যাগ মনে রাখবে।’

প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত ৫ এপ্রিল ডাক্তার মঈনের করোনা পজেটিভ আসে। তখন থেকেই ওই চিকিৎসকের পরিবারসহ নগরীর হাউজিং এস্ট্রেট এলাকা লকডাউন ঘোষণা করা হয়। পরবর্তীতে তার অবস্থায় অবনতি ঘটলে ৭ এপ্রিল তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়। সেখান থেকে পরবর্তীতে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় এখানেই বুধবার ভোরে তার মৃত্যু হয়।

Exit mobile version