Site icon Jamuna Television

আইজিপি’র দায়িত্ব নিলেন ড. বেনজীর আহমেদ

দায়িত্ব বুঝে নিলেন পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার।)।

আজ বুধবার দুপুরে পুলিশ সদর দপ্তরে ৩০তম আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরফলে তিনি বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) এর স্থলাভিষিক্ত হলেন।

আইজিপি হিসেবে যোগদানের পূর্বে ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স র র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র র‌্যাব) এর মহাপরিচালক ছিলেন।

এর আগে ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) পুলিশ সদর দপ্তরে এসে পৌঁছালে তাঁকে গার্ড অফ অনার প্রদান এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Exit mobile version