Site icon Jamuna Television

নতুন যে তিন এলাকায় করোনার সংক্রমণ বেশি

দেশে ক্রমেই করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। বাড়ছে আক্রান্তের ও মৃতের সংখ্যা। সংক্রমণ বেড়ে যাওয়ায় একের পর এক জেলাগুলোকে লকডাউন করা হচ্ছে। এর ফলে অচল হয়ে পড়েছে পুরো দেশ।

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বেশকিছু এলাকায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। এলাকাগুলো হচ্ছে- নারায়ণগঞ্জ, মীরপুর, বাসাবো, গাজীপুর, ময়মনসিংহ ও কেরাণীগঞ্জ। এগুলোর মধ্যে গাজীপুর, ময়মনসিংহ ও কেরাণীগঞ্জ নতুন এলাকা। এ এলাকাগুলোতে বেশি সংক্রমিত হচ্ছে। এগুলোতে লকডাউন আরো কঠিনভাবে করতে হবে বলেও জানান মন্ত্রী।

আজ স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের সংক্যা ২১৯ জন। মারা গেছেন আরও ৭ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ৫০। মোট আক্রান্তের সংখ্যা ১২৩১ জন।

Exit mobile version