Site icon Jamuna Television

দেশের বিভিন্ন স্থান থেকে ২৩৭ বস্তা সরকারি চাল উদ্ধার

বিভিন্ন স্থান থেকে আজ সরকারি চাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুজনকে। আর ইউপি সদস্যসহ তিনজনকে জরিমানা করা হয়েছে।

নড়াইলের নড়াগাতি বাজারের সুবাস সাহার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভিজিডির ৫ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুবাসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইউপি সদস্য শেখ মোশারেফ হোসেন ও রনি বেগমকে ৩ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।

বগুড়ার গাবতলীর দক্ষিণপাড়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মঞ্জুরুল আলমের হেফাজত থেকে ৬২ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তার সহযোগী রুবেল ও নজরুলকে আটক করা হয়।

এদিকে নওগাঁর সদর উপজেলায় ১৭০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।

Exit mobile version