Site icon Jamuna Television

গোপালগঞ্জে পাওনা টাকা আদায় নিয়ে সংঘর্ষ, ৫০ জন গুরুতর আহত

পাওনা টাকা আদায় নিয়ে দুপক্ষের সংঘর্ষে গোপালগঞ্জে ৫০ জন গুরুতর জখম হয়েছেন।

আজ বুধবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাঁচড়া ও পালপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়।

পুলিশ জানায়, পাঁচড়া গ্রামের সজিব শেখ, পালপাড়ার রনি কাজীর কাছে ১৫ হাজার টাকা পান। এ নিয়ে গতকাল দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন।

এদের মধ্যে ৩০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

Exit mobile version