Site icon Jamuna Television

নওগাঁ ও রংপুর জেলাকে লকডাউন ঘোষণা

করোনাভাইরাসের প্রকোপ থেকে জনগণকে রক্ষা করতে নওগাঁ ও রংপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

রংপুর জেলায় আজ রাত দশটা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।

রংপুরের ডিসি আসি আহসান বুধবার বিকেল চারটায় জানান, পার্শ্ববর্তী গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী ও দিনাজপুর জেলায় করোনা শনাক্ত হওয়ার প্রেক্ষিতে অতি সচেতনতার কারণে রংপুর জেলা লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার রাত ১০ টা থেকে রংপুর জেলার জনগণ ও যানবাহন অন্য জেলায় যাবে না এবং অন্য জেলার পার্শ্ববর্তী জেলা সমূহের কোন লোক এবং যানবাহন এই জেলায় ঢুকতে পারবে না। এই আদেশ বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ জেলার বিভিন্ন চেকপোস্টে নিয়ন্ত্রণ নিয়ে কাজ করবে।

এদিকে বুধবার দুপুরে জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ এক গণ বিজ্ঞপ্তি জারি করে লক ডাউনের ঘোষণা দেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলাটি অবরুদ্ধ থাকবে বলে জানান তিনি।

জেলা প্রশাসক জানান, জরুরী পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতাবহির্ভত থাকবে। বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলাবাহীনী স্থানীয় জন প্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে সম্মিলিত দায়িত্ব পালন করবেন।

Exit mobile version