Site icon Jamuna Television

গোপালগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

গোপালগঞ্জে জ্বর, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে আরো এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ওই নারী স্কুল শিক্ষক ছিলেন। আজ বুধবার দুপুরে তিনি নিজের বাড়িতেই মারা যান। গত কয়েক দিন ধরে তিনি জ্বর-সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

এ ব্যাপারে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ ঘটানার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত ওই নারী করোনার উপসর্গ নিয়ে ভুগছিলেন। আজ সন্ধ্যায় তারা ওই নারীর নমুনা সংগ্রহ করেছেন। নমুনার রিপোর্ট না আসা পর্যন্ত পরিবারের অন্যান্য সদস্যদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে।

প্রসঙ্গত, করোনার উপসর্গ নিয়ে এর আগে কাশিয়ানী উপজেলার বুথপাশা গ্রামে এক নারী ও গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কেন্দ্রে অপর এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে করোনার উপসর্গ নিয়ে জেলায় তিন নারীর মৃত্যু হলো। এখন পর্যন্ত জেলায় ৯ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে টুঙ্গিপাড়ায় স্বামী-স্ত্রীসহ ৩জন, সদর উপজেলায় ৩ জন এবং মুকসুদপুরে ৩ পুলিশ সদস্য রয়েছেন।

Exit mobile version