Site icon Jamuna Television

বরিশাল মেডিকেলের এক নার্সের করোনা শনাক্ত

বরিশাল ব্যুরো:

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এক নার্সের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার পর কোভিড-১৯ শনাক্ত হয়।

তবে এ ব্যাপারে ল্যাবের ইনচার্জ, হাসপাতালের পরিচালক, বরিশালের সিভিল সার্জন ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালকসহ কোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

বরিশাল স্বাস্থ্য অধিদপ্তরের সহকারি পরিচালক শ্যামল চন্দ্র দাস জানান, বরিশালে নতুন করে কেউ আক্রান্ত হয়েছে কিনা তা বৃহস্পতিবার আইইডিসিআর এর নিয়মিত ব্রিফিংয়ে ঘোষণা করা হবে।

তবে নাম প্রকাশ না করার নিশ্চয়তা পেয়ে বরিশাল মেডিকেলের এক চিকিৎসক জানান, ২৫ বছর বয়সী ওই নার্স মেডিকেলের করোনা ইউনিটে দায়িত্ব পালন করেছিলেন। তার শরীরে করোনার উপসর্গ দেখা দিলে মঙ্গলবার নমুনা সংগ্রহ করে কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। বুধবার তার শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়।

Exit mobile version