Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরও ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে নতুনভাবে আরও ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো। সবমিলিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুনভাবে মারা যাওয়াদের মধ্যে রয়েছেন এক নারী। সবার বয়সই ৫০ থেকে ৬০ বছরের বেশি। মৃত নারীর সহধর্মীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন।

বাংলাদেশ সোসাইটির হিসাব অনুসারে, এখন পর্যন্ত করোনাভাইরাসে মারা যাওয়া প্রবাসীদের মধ্যে ১৩৩ জনই নিউইয়র্কের বাসিন্দা। এখনও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে।

Exit mobile version