Site icon Jamuna Television

লুডো খেলার সময় কাশি, করোনা সন্দেহে বন্ধুর ওপর গুলি

করোনার কারণে সবাই বন্দি। সময় কাটানোর জন্য বন্ধুরা মিলে খেলছিলো লুডু। খেলতে খেলতে একসময় এক বন্ধু দেয় কাশি। এতেই করোনা আক্রান্ত সন্দেহে বন্ধুকে গুলি করে বসে আরেক বন্ধু। এঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের নয়ডারের দয়ানগরে। খবর এই সময়।

জানা যায়, মঙ্গলবার রাতে গ্রামেরই একটি মন্দিরে বসে চারজন লুডো খেলছিল। সে সময় কেশে ওঠে প্রশান্ত। সঙ্গে সঙ্গেই করোনা সন্দেহে প্রশান্তকে উদ্দেশ্য করে গুলি করে জয়বীর সিং। গুরুতর আহত অবস্থায় প্রশান্তকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকেই জয়বীর পলাতক।

Exit mobile version